চমক তারার দশম আইটেম গান
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪ ২০২১, ২২:০১

আসছে ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’। এ ছবিতে আইটেম গানে পারফর্ম করেছেন মডেল – অভিনেত্রী চমক তারা। ইতোমধ্যে ‘পিরিতের বাজার ভালো না’ শীর্ষক গানটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে উত্তাপ ছড়াচ্ছেন চমক।
এ প্রসঙ্গে চমক তারা বলেন, এর আগে আমার নয়টি আইটেম গান মুক্তি পেয়েছে। এটি হতে যাচ্ছে দশম কাজ। আশা করি দর্শকের গানটি ভালো লাগবে। গানটির নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু।
চমক আরও বলেন, আমরা কষ্ট করে কাজ করি দর্শকের জন্য। তারা যদি হলে গিয়ে ছবি দেখেন তাহলে আনন্দ পাই। প্রসঙ্গত, চমকের প্রথম ছবি ‘মা বাবার সন্তান’। মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি ছবি।